লাল দলকে ৬ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস নারী ক্রিকেটের ফাইনালে উঠেছে সবুজ দল। শিরোপা লড়াইয়ে শুক্রবার তারা মুখোমুখি হবে নীল দলের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে লাল দল ৮ উইকেটে তোলে ১৫৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন কারিনা আক্তার। উইকেটকিপার আশিয়া করেন ২২ রান। পরের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে ৮ উইকেটে ১৫৭ রানে থামে লাল দলের ইনিংস। সবুজ দলের বোলারদের মধ্যে রিতু মনি, সানজিদা ও দিশা বিশ্বাস ২টি করে উইকেট তুলে নেন।
১৫৮ রানে জয়ের টার্গেটে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সবুজ দল। দলীয় ৩৯ রানেই হারায় তারা ৪ উইকেট। বিদায় নেন দিলারা আক্তার, শারমিন সুলতানা, সানজিদা ও সুমাইয়া আক্তার। পঞ্চম উইকেটে রুমানা আহমেদ ও রিতু মনি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রুমানা আহমেদ ৮০ এবং ম্যাচ সেরা রিতু মনি ৫১ রানে অপরাজিত থাকেন।
লাল দলের বোলারদের মধ্য লতা মন্ডল ৪৩ রান ২ উইকেট তুলে নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেন নি।
Add Comment