বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে রাতে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া, এখন পর্যন্ত পাঁচ-পাঁচবার শিরোপা জিতেছে অজি নারীরা। বিপরীতে বিশ্বকাপে মোটে ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা, যেখানে হেরেছে সবগুলো ম্যাচেই; এখনো দেখেনি জয়ের মুখ।
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ইতিহাস, পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা; কোনো কিছুই বাংলাদেশের পক্ষে কথা বলছে না। তবে খেলাটা যখন চির অনিশ্চয়তার ক্রিকেট, তখন স্বপ্ন দেখা নিশ্চয়ই দোষের কিছু নয়।
বাংলাদেশ দল সেই স্বপ্ন দেখছে পেসার মারুফা আক্তারকে নিয়ে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও দারুণ বোলিং করেন মারুফা। বল হাতে প্রথম ৮ বলে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন লঙ্কানদের। কোনো রান না দিয়েই তুলে নেন ৩ উইকেট। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষেও আজ বাংলাদেশের তুরুপের তাস এই মারুফাই। আজ সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমনটাই জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি বলেন, ‘সে অবিশ্বাস্য ছিল। সে এখনো ছোট, অসাধারণ মেধাবী। আর সে যেভাবে বল করেছে, তাতে পুরো বিশ্বই বিস্মিত হয়েছে। আশা করছি, সে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচের মতোই বল করবে।’