নারী এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ঢাকা লিগে ভালো খেলে দল ফিরেছেন পেসার জাহানারা আলম ও স্পিনার রুমানা আহমেদ। দুই সিনিয়ের প্রত্যাবর্তন ছাড়া বড় কোনো চমক নেই নিগার সুলতানা জ্যোতির দলে।
মূল স্কোয়াড ১৫ জনের সঙ্গে অতিরিক্ত তালিকায় রাখা হয়েছে চারজনকে। রোববার সন্ধ্যায় এশিয়া কাপের দল ঘোষণা করে বিসিবি।
এবারের এশিয়া কাপ হবে শ্রীলঙ্কার ডাম্বুলায় ১৯ থেকে ২৮ জুলাই। আট জাতির টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে খেলবে নারী প্রিমিয়ার কাপের সেরা চার দল সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেপাল ও থাইল্যান্ড।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), মুরশিদা খাতুন, দিলারা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, শরিফা খাতুন, ইশমা তানজিম, সাবিকুননাহার জেসমিন।