ঋতুপর্ণার জোড়া গোলে নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।
ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাজিক দেখালো বাংলাদেশের নারী ফুটবলাররা। তাতে জ¦লে-পুড়ে ছাড়খাড় মিয়ানমার। অন্যদিকে, উল্লাস-আনন্দ শুরু বাংলাদেশ শিবিরে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা দল মিয়ানমার। তাদের বিপক্ষে দর্শক সমর্থন, স্বাগতিক পরিবেশ কোনো কিছুই বাঁধা হতে পারেনি বাংলাদেশের।
খেলার ১৮ মিনিটে বক্সের একেবারে সামনে ফ্রী কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার ফ্রি-কিক মিয়ানমারের রক্ষণ দেয়ালে প্রতিহত হয়। ফিরতি বলে কোনাকুনি শট করেন গোল করে দলকে এগিয়ে দেন ঋতুপর্ণা। গোল পাওয়ার পর আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বাংলাদেশ। শামসুন্নাহারের শট পোস্টে লেগে ফিরে না আসলে প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করতে পারত লাল-সবুজের দল। তবে মিয়ানমারও যে প্রতিপক্ষের ওপর ঝাপিয়ে পড়েনি তেমনটা নয়। কিন্তু তাদের চেষ্টাগুলে সফল হয়নি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টায় আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। আর বাটলারের দলের চেষ্টা ছিলো কাউন্ডার অ্যাটাকে ব্যবধান বাড়ানো। ৭১ মিনিটে আবারও মিয়ানমারের দর্শকদের স্তব্ধ করে দেন ঋতুপর্ণা চাকমা। অসাধারণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মিয়ানমার একটি গোল শোধ করলেও পরাজয় ঠেকাতে পারেনি।
আগামী বছর অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো বাংলাদেশের। ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তনকে হারাতেই পারলে কিংবা ড্র করলেও প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের।