সব কিছুই ভালো চলছিল। হাতছানি দিচ্ছিল পদকের। কিন্তু তার আগেই যাত্রা থেমে গেল ব্লেসিং ওকাগবারের। টোকিও অলিম্পিকে প্রথম ‘ডোপপাপী’র কালো বিশেষণ লেগেছে তার গায়ে। নিষিদ্ধ হরমোন নেয়ার কারণে টোকিও অলিম্পিকসে নিষিদ্ধ হয়েছেন নাইজেরিয়ান এই স্প্রিন্টার।
১০০ মিটার স্প্রিন্টে উঠেছিলেন সেমিতে। হিটে সময় নেন মাত্র ১১.০৫ সেকেন্ড। কিন্তু টেস্টে পজিটিভি আসায় ওকাগবারের জীবন এখন দুঃসহ।
ডোপ টেস্টে ওকাগবারের পজিটিভ আসার কথা শনিবার এক বিবৃতিতে জানায়, অ্যাথলেটিকস ইনটেগ্রিটি ইউনিট (এআইইউ)। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে ও লং জাম্পে সোনা জয়ী এই অ্যাথলেটের টোকিওতে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট ও ১০০ মিটার রিলেতে অংশ নেয়ার কথা ছিল।
এআইইউ জানিয়েছে, গত ১৯ জুলাই করা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে ওকাগবারের। এতে অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি তাকে শনিবার জানানো হয়েছে।
টোকিও চলতি আসরে এই প্রথম কোনো অ্যাথলেটের ডোপ টেস্টে পজিটিভের খবর পাওয়া গেল।