নারী এককে নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন।। শনিবার ফাইনালে কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বেলারুশ কন্যা আরিয়ানা সাবালেঙ্কা। এই প্রথম গ্র্যান্ডস্ল্যাম ওপেনের ফাইনাল খেললেন সাবালেঙ্কা। প্রথমবারই জয় করলেন শিরোপা।
তবে, জিতেও নিজ দেশের পতাকা ওড়ানো হলো না বেলারুশ তারকার। রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়রা এ বারের প্রতিযোগিতায় দেশের পতাকার অধীনে খেলতে পারছেন না। অথচ ট্রফি উঠল বেলারুশের খেলোয়াড়ের হাতেই। এবং উল্টো দিকে যিনি ছিলেন, সেই রেবাকিনা আদপে রাশিয়ার খেলোয়াড়।
বছর তিনেক আগে থেকে কাজাখস্তানের হয়ে খেলা শুরু করেন। ফলে দুই নির্বাসিত দেশের সদস্যরাই মেয়েদের টেনিসের ফাইনাল খেললেন।
এর আগে ৩ বার মেজর টুর্নামেন্টের সেমিতে খেললেও, কোনোবারই ফাইনালে উঠতে পারেননি সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপার লড়াইয়ে, শুরুর সেট ৬-৪ গেমে জিতেন রিবাকিনা।
এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ৬-৩, ৬-৪ গেমে জিতে নেন পরের দুই সেট। বেলারুশিয়ান তারকার জয়ের দিনে আক্ষেপ রিবাকিনার। দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের অপেক্ষা বাড়লো তা