বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের জয়-জয়কার। একসঙ্গে টুর্নামেন্টের ফাইনালে উঠলেন চার নারী বক্সার। টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নেন ভারতের সোনার মেয়ে নিখাত জারিন। সেই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন লভলিনা বরগোহাঁই, নীতু ঘঙ্ঘাস ও সুইটি বুরা। গত বৃহস্পতিবারই তারা সেমিফাইনাল জিতে পদক নিশ্চিত করেন।
২০২২ সালেও নারীদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নিখাত। তারপর থেকেই অব্যাহত রয়েছে তাঁর জয়যাত্রা। সেই বছরেই কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন নিখাত। চলতি বছরে আবারও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেন তিনি। অলিম্পিক পদকজয়ী ইনগ্রিট ভ্যালেন্সিয়াকে ৫-০ ফলে হারিয়ে দাপুটে জয় পান নিখাত জারিন।
অন্যদিকে, প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন অসমের লভলিনা বরগোহাঁই। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লভলিনা এর আগে দু’বার পদক জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তবে দুবারই ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। প্রথমবার এই টুর্নামেন্ট থেকে পদকের রং পালটে দেশে ফিরবেন তিনি। চিনা প্রতিপক্ষ লি কিয়ানকে ৪-১ ফলে হারিয়ে সেমিফাইনাল জেতেন লভলিনা।
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নীতু ঘঙ্ঘাসও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন। এর আগে যুব চ্যাম্পিয়নে টানা দু’বার সোনার পদক জিতেছিলেন তিনি। তবে সিনিয়র পর্যায়ে এই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন তিনি। ৮১ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন আরেক বক্সার সুইটি বুরাও। আগামী রবিবার সোনা জয়ের লক্ষ্যে নামবেন চার বক্সার।