ঢাকাTuesday , 28 February 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

ব্যাডমিন্টনে ফের ভারত বিজয়, নক আউটে পৌঁছলেন ছন্দে থাকা সিন্ধু

s s
February 28, 2023 8:15 pm
Link Copied!

টোকিও অলিম্পিকের মহিলা ব্যাডমিন্টনের সিঙ্গলসের নক আউট পর্বে পৌঁছলেন পিভি সিন্ধু। জি গ্রুপের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় হাসিলের মাধ্যমে এই কাজ করে দেখিয়েছেন ভারতীয় শাটলার। হংকংয়ের চেয়ুং গান ই-কে ২১-৯, ২১-১৬ ফলাফলে হারিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। সবমিলিয়ে স্বপ্নপূরণের দিকে আরও একধাপ এগোলেন সিন্ধু।

 

বিশ্বের ২৯ নম্বর শাটলার চেয়ুন গান ই-র বিরুদ্ধ জি গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ৬ নম্বর সিন্ধু। প্রথম গেমে দাপট অব্যাহত রাখেন ভারতীয় শাটলার। দুর্দান্ত দক্ষতায় শুরুতেই অনেকটা এগিয়ে যান বিশ্ব চ্যাম্পিয়ন। সেই ব্যবধান শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ২১-৯ ফলাফলে ওই গেম জিতে যান পিভি সিন্ধু।

ম্যাচের দ্বিতীয় গেমে প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা চালান হংকংয়ের প্রতিদ্বন্দ্বী। দাপট ধরে রাখার চেষ্টা চালিয়ে যান সিন্ধু। দুই প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরুতে ৬-২ পয়েন্টে এগিয়ে যান সিন্ধু। সেখান থেকে পাঁচটি স্ট্রেট পয়েন্ট জেতেন হংকংয়ের শাটলার। একটা সময় সিন্ধুর থেকে ১১-১০ পয়েন্টে এগিয়েও যান প্রতিপক্ষ। আবার ঘুরে দাঁড়ান ভারতীয় শাটলার। ১৪-১৪ থেকে দুর্দান্ত কয়েকটি পয়েন্ট হাসিল করে ফের প্রতিপক্ষের থেকে পয়েন্টের ব্যবধান বাড়াতে সক্ষম হন ভারতীয় শাটলার। হংকংয়ের প্রতিদ্বন্দ্বী ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও সিন্ধুকে আর ধরতে পারেননি। ২১-১৬ পয়েন্টে ওই গেমের ফয়সলা নির্ধারিত হয়।

 

মহিলাদের সিঙ্গলসের জি গ্রুপের প্রথম ম্যাচ জিতেছিলেন পিভি সিন্ধু। ওই ম্যাচে ইজরায়েলের কেসেনিয়া পলিকারপোভাকে ২১-৭, ২১-১০ পয়েন্টে হারিয়েছিলেন রিও অলিম্পিকে রূপোজয়ী ভারতীয় শাটলার। গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্টের বিচারে সহজেই নক আউটে পৌঁছে গেলেন পিভি। টোকিও অলিম্পিকের মহিলাদের সিঙ্গলসের শেষ ১৬ রাউন্ডের লড়াইয়ে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটের মুখোমুখি হতে চলেছেন পিভি সিন্ধু।