ঢাকাMonday , 27 February 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

ভারতকে হারিয়ে বাংলাদেশের রোমান-নাসরিন জুটির স্বর্ণজয়

s s
February 27, 2023 12:04 am
Link Copied!

থাইল্যান্ডের ফুকেটে আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টে ভারতের জুটিকে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের রোমান সানা-নাসরিন আক্তার জুটি। চলতি আসরে এই প্রথম স্বর্ণ পদক পেলো বাংলাদেশ।

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) শনিবার ভারতের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে জেতে বাংলাদেশ। এই ইভেন্টে মালয়েশিয়া পেয়েছে ব্রোঞ্জ।

এর আগে গতকাল শুক্রবার কোয়ার্টার-ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারান স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমি-ফাইনালেও আধিপত্য ধরে রাখেন দু’জনে। ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন কাজাখস্তানের জুটিকে।

 

 

নাসরিনের অবশ্য আরো স্বর্ণজয়ের সুযোগ আছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন তিনি। অবশ্য ফাইনাল নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশের দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের দুটি পদকই বাংলাদেশের।