ঢাকাMonday , 3 April 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

আইপিএলে চিয়ারলিডারদের ম্যাচ প্রতি আয়

parag arman
April 3, 2023 1:24 am
Link Copied!

চলতি  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে আবারও মাঠে ফিরেছে চিয়ারলিডার। প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে তাদের। মাঠের কিনারায় দাঁড়িয়ে নিজেদের দলকে সমর্থন করছেন তারা। রঙিন জামাকাপড় পরে হাতে পমপম নিয়ে দলের ব্যাটারদের প্রত্যেক চার-ছক্কা কিংবা বোলারদের উইকেটে নাচতে দেখা যায় তাদের। তবে আইপিএলে কত টাকা করে বেতন পান চিয়ারলিডাররা? কোন দলই বা সব থেকে বেশি টাকা দেয় তাদের?

আইপিএলে চিয়ারলিডাররা ম্যাচ পিছু টাকা পেয়ে থাকেন। এ ছাড়া দল জিতলে আলাদা করে বোনাসও পান তারা। দেখে নেওয়া যাক কোন দল কত টাকা দেয়।

কলকাতা নাইট রাইডার্স: আইপিএলে চিয়ারলিডারদের সবচেয়ে বেশি টাকা দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচের জন্য ২৫ হাজার টাকা করে পান চিয়ারলিডাররা।

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মাদের দলে চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলিদের দলের চিয়ারলিডাররাও মুম্বইয়ের মতোই ২০ হাজার টাকা করে ম্যাচ পিছু পান।

রাজস্থান রয়্যালস: দলের প্রতিটি ম্যাচের জন্য রাজস্থানের চিয়ারলিডাররা ১৫ হাজার টাকা করে পান।

লখনউ সুপার জায়ান্টস: আইপিএলে মাত্র দ্বিতীয় মরসুমে খেলছে লখনউ। এই দলের চিয়ারলিডাররাও ম্যাচ পিছু ১৫ হাজার টাকা করে পান।

পাঞ্জাব কিংস: এই দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

চেন্নাই সুপার কিংস: প্রতি ম্যাচের জন্য মহেন্দ্র সিংহ ধোনিদের দলের চিয়ারলিডারদের বেতন ১২ হাজার টাকা।

দিল্লি ক্যাপিটালস: পঞ্জাব, চেন্নাইয়ের মতো দিল্লিও তাদের চিয়ারলিডারদের ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে দেয়।

সানরাইজার্স হায়দরাবাদ: দক্ষিণের এই দলের চিয়ারলিডাররাও প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

গুজরাট টাইটান্স: গত বারের চ্যাম্পিয়ন। হার্দিক পাণ্ড্যদের দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।