ঢাকাMonday , 21 July 2025
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

এশিয়ান কাপের মূল পর্বে ইরান

parag arman
July 21, 2025 7:30 am
Link Copied!

জর্ডানকে কাঁদিয়ে নারী এশিয়ান কাপের মূলপর্বে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে ইরান। আম্মানে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে সারা দিদার ও নেগিন জানদির করা দুটি গোলেই নিশ্চিত হয় ইরানের এশিয়ান কাপের টিকিট।

এ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল জর্ডান। আগের ম্যাচে লেবানের কাছে হেরে যাওয়া ইরান আম্মান গিয়েছিল ৬ পয়েন্ট নিয়ে। জর্ডান এক পয়েন্ট পেলেই মূলপর্বে উঠে যেতো। কিন্তু গোলশূণ্য প্রথমার্ধের পর খেলা শুরু হতেই পিছিয়ে পড়ে তারা। তাদের ডিফেন্সের ভুলে গোল করে বসেন দিদার। ৮১ মিনিটে জর্ডানের গোল শোধের চেষ্টাই কাল হয়ে দাঁড়ায়। এক প্রতিআক্রমণে ফাতেমেহ পাসানদিদেহ বল বাড়ান জানদির উদ্দেশে, যিনি হাফলাইনের কাছ থেকে দৌড়ে এসে গোলকিপারকে পরাস্ত করেন।

৮৮ মিনিটে জর্ডানের হয়ে একমাত্র গোলটি আসে আয়াহ আল মাজালির লং বল থেকে, যা ইরানি ডিফেন্ডার ফাতেমেহ আমেনেহ ভুলবশত নিজেদের জালে পাঠিয়ে দেন।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলে সমতা থাকলেও হেড-টু-হেডে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইরান এবং টানা দ্বিতীয়বারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে তারা।

ইরানকে নিয়ে মূলপর্বের ১২ দল পাওয়া গেলো। অস্ট্রেলিয়া (ফিফা র‌্যাংকিং ১৫), জাপান (৭), উত্তর কোরিয়া (৯), চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১) , ভিয়েতনাম (৩৭), ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১), ইরান (৬৮), ভারত (৭০) ও বাংলাদেশ (১২৮)কে নিয়ে ২৯ জুলাই সিডনিতে হবে ড্র।