ঢাকাFriday , 10 March 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

ওরিয়ন গলফের প্রথম দিনে শীর্ষে বাংলাদেশ

parag arman
March 10, 2023 10:38 pm
Link Copied!

ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের দলগত ইভেন্টে প্রথম রাউন্ড শেষে স্বাগতিক বাংলাদেশ শীর্ষে আছে। বাংলাদেশ ‘এ’ দলের নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার ১৬৫ (২১ ওভার পার) শট খেলে শীর্ষে আছেন। যৌথভাবে শীর্ষে রয়েছে পাকিস্তানও। পাকিস্তানের দুই গলফার আবিহা হামিন সৈয়দ ও সানিয়া ওসামা ১৬৫ (২১ আন্ডার পার) শট খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছে নেপাল।

মেয়েদের এককে যৌথভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সোনিয়া আক্তার ও পাকিস্তানের সানিয়া ওসামা। উভয়েই ৭৯ (৭ ওভার পার) শট খেলেছেন। ৮৩ (১১ ওভার পার) শট খেলে তৃতীয় স্থানে রয়েছেন নেপালের মেয়ে সুশমা সিজেল।

বাংলাদেশের নারী গলফার সোনিয়া আক্তার বলেন, ‘আমি আমার সেরাটা দিতে পারিনি। তারপরও দলগত এবং এককে যৌথভাবে শীর্ষে আছি। আশা করছি শেষ রাউন্ডে ভালো কিছু করবো। শিরোপা জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’