ঢাকাMonday , 27 February 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে সোয়াইটেকের আধিপত্য অক্ষুন্ন, শীর্ষ দশে উঠে এলেন কাসাতকিনা

s s
February 27, 2023 12:29 am
Link Copied!

গত সপ্তাহে সান জোসেতে শিরোপা জয়ের পুরস্কার পেয়েছেন রুশ তারকা ডারিয়া কাসাতকিনা। ২০১৯ সালের পর প্রথমবারের মত তিনি ডব্লিউটিএ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০’এ উঠে এসেছেন। তিনধাপ উপরে উঠে তিনি বর্তমানে নবম স্থানে রয়েছেন। রোববার ক্যালিফোর্নিয়ার হার্ড কোর্ট টুর্নামেন্টের ফাইনালে তিনি শেলবি রজার্সকে তিন সেটের লড়াইয়ে পরাজিত করেন। ২০১৮ সালের ১৪ জানুয়ারির পর এটি কাতাসকিনার সেরা র‌্যাঙ্কিং।

এর আগে ২০২০ সালের অক্টোবরে তিনি ৭৫ নম্বরে নেমে গিয়েছিলেন। করোনা ভাইরাসের কারণে ওই সময় বিভিন্ন টুর্নামেন্ট স্থগিত হওয়ার কারণে কোর্টে নামা হয়নি কাসাতকিনার।

এদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন ইগা সোয়াইটেক। তবে মারিয়া সাক্কারিকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে স্প্যানিশ পাওলো বাদোসা।

ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড় :
১. ইগা সোয়াইটেক (পোল্যান্ড) ৮৩৯৬ রেটিং পয়েন্ট
২. আনেত্তি কোনতাভেইত (এস্তোনিয়া) ৪৪৭৬
৩. পওলা বাদোসা (স্পেন) ৪১৯০
৪. মারিয়া সাক্কারি (গ্রীস) ৪১৯০
৫. ওনস জেবায়ের (তিউনিশিয়া) ৪০১০
৬. আরিনা সাবালেঙ্কা ৩৩৬৬
৭. জেসিকা পেগুলা (যুক্তরাষ্ট্র) ৩১১৬
৮. গারবিন মুগুরুজা (স্পেন) ২৮৮৬
৯. ডারিয়া কাসাতকিনা ২৮০০
১০. এমা রাদুকানু (যুক্তরাজ্য) ২৭৭২