সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচে ড্র করলেই শিরোপা জিততে স্বাগতিকরা। অবশ্য নেপালী মেয়েদের মনে প্রতিশোধের আগুন থাকাটাই স্বাভাবিক। তাদের মাঠে তাদেরকেই হারিয়ে টানা দুবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ। সিনিয়দের হারের সেই যন্ত্রণা নিশ্চয়ই কিছুটা কমিয়ে দিতে চাইবেন অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা।
চার দলের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে ভুটান ও শ্রীলঙ্কা। শিরোপা জয়ের মঞ্চে আছে বাংলাদেশ ও নেপাল। টানা পাঁচ ম্যাচ জেতা বাংলাদেশের শিরোপা ধরে রাখতে দরকার মাত্র এক পয়েন্ট। নেপালের কাছে না হারলেই শিরোপা জিতবে আফিদা খন্দকাররা। বসুন্ধরার কিংস অ্যারেনায় আজ সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।