তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে নারী এশিয়ান কাপের বাছাইপর্বেও তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপের তিন ম্যাচের তিনটিতে জয় পেয়ে পুরো ৯ পয়েন্ট নিয়েই এশিয়ান কাপের মূল পর্বে উন্নীত হলো বাংলাদেশ। অবশ্য আগের ম্যাচে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় তুর্কমেনিস্তানের। ম্যাচে প্রথমার্ধেই তুর্কমেনিস্তানকে ৭ গোল দেয় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আর কোন গোল করতে পারেনি পিটার বাটলারের দল।
গ্রুপ থেকে তিন ম্যাচের সব জিতে গ্রুপ সেরা হয়েই বাছাই পর্ব শেষ করলো ঋতুপর্ণা-আফিদারা। তিন ম্যাচে বাংলাদেশ মোট গোল করেছে ১৬টি, আর হজম করেছে একটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। বক্সে বল পান তহুরা। তিনি পাস দেন বক্সের বাইরে থাকা স্বপ্না রানিকে। স্বপ্না দুর্দান্ত এক শটে গোল করেন। ষষ্ঠ মিনিটে আফিদার হেড ঠেকান তুর্কমেনিস্তানের গোলকিপার আয়শা। ফিরতি বল জালে পাঠান শামসুন্নাহার জুনিয়র। ১৩ মিনিটে ফের ব্যবধান বাড়ান শামসুন্নাহার জুনিয়র। মাঠের বা প্রান্ত দিয়ে শামসুন্নাহার সিনিয়রের ক্রস থেকে গোল করেন জুনিয়র।
১৬ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে ব্যবধান বাড়ান মনিকা। এরপর ১৭ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে শট নেন ঋতুপর্ণা চাকমা। বল তুর্কমেনিস্তান গোলকিপারের হাতে লেগে জালে জড়ায়। এরপর গোলকিপার আয়শাকে তুলে নিয়ে এলনুরাকে মাঠে নামান তুর্কমেনিস্তানের কোচ।
তবু কাজ হয়নি। গোলকিপারের ভুলে বল পেয়ে যান ঋতুপর্ণা। তিনি ক্রস করেন। সেই ক্রস থেকে এবার বল জালে পাঠান তহুরা। ম্যাচের ২০ মিনিট হতেই বাটলারের দল এগিয়ে যায় ৬ গোলে।
২৪ মিনিটে আরও এক গোল পেতে পারতো বাংলাদেশ। স্বপ্না রানি মাঠের ডানপ্রান্ত দিয়ে তুর্কমেনিস্তানের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে শট করেছিলেন। তবে বল মাঠের বাইরে চলে যায়। ৩৫ মিনিটে ঋতুপর্ণার নেওয়া শট বারে লাগে। ৪০ মিনিটে মাঠের ডান প্রান্তে কর্ণার থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে আবারও গোল করেন ঋতুপর্ণা।
যোগকরা সময়ে স্বপ্নার শট তালুবন্দি করেন তুর্কমেনিস্তানের বদলি গোলকিপার। না হলে প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়তে পারতো।
দ্বিতীয়ার্ধে বেশ কিছু বদল আনেন বাংলাদেশের কোচ বাটলার। এই অর্ধে বাংলাদেশের কয়েকটি আক্রমণ রুখে দেন তুর্কমেনিস্তানের গোলকিপার। ৮২ মিনিটে মারিয়া মান্ডার শট ঠেকান তিনি। ৮৪ মিনিটে মনিকার কর্নার থেকে উমেহ্লার গোলের চেষ্টাও রুখে দেন। পরের মিনিটে শাহিদা আক্তার রিপার দূর পাল্লার শটও ঠেকান তুর্কমেনিস্তানের গোলকিপার। যোগ করা সময়ে আফিদার নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকও কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলকিপার এলনুরা মাকসুতোভা। তাতে আর ব্যবধান বাড়েনি।
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ হবে ১২ দলের। স্বাগতিক অস্ট্রেলিয়া, আগের আসরের চ্যাম্পিয় চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, তৃতীয় হওয়া জাপান এই চারটি দল আগেই সরাসরি নিশ্চিত করেছে এশিয়ান কাপে খেলা।
এছাড়া বাছাই পর্ব থেকে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত। আরও তিনটি দল নিশ্চিত হবে নিজ নিজ ম্যাচের পর। তবে বাছাইয়ে ‘এ’ গ্রুপে থাকা দলের খেলা শুরু হবে ১৯ জুলাই থেকে। সেখান থেকে যাবে আরেকটি দল।