ঢাকাTuesday , 11 April 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

নারী বিশ্বকাপে টিকিট বিক্রিতে রেকর্ডের আশা

parag arman
April 11, 2023 9:27 pm
Link Copied!

নারীদের বিশ্বকাপ ফুটবল শুরুর ১০০ দিন আগেই ব্রিক্রি হয়ে গেছে সাড়ে ছয় লাখ টিকিট। এমনটাই জানিয়েছে আয়োজকরা।  আগামী জুলাই মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের ফুটবল বিশ্বকাপ।  আয়োজকরা আশা করছে, বিশ্বকাপের এই মাসেই ১৫ লাখ টিকিট বিক্রির রেকর্ড ভাঙবে। প্রথম দিনেই এক লাখ দর্শক খেলা দেখবে বলে তাদের  আশা। প্রথমদিন স্বাগতিক নিউজিল্যান্ড মুখোমুখি হবে নরওয়ের। একইদিন অস্ট্রেলিয়া খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড ম্যাচটি ৪৫ হাজার দর্শক ধারণক্ষম সিডনি ফুটবল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু টিকিটের চাহিদার কথা বিবেচনা করে ৮৩ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। ফিফার জেনারেল সেক্রেটারি ফাতমা সামৌউরা বলেছেন, ‘এ বছর (২০২৩) ফিফার লক্ষ্য সবচেয়ে বড় এবং নারীদের ফুটবল ইতিহাসের সেরা টুর্নামেন্ট আয়োজন করা।’

এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে আসর শুরুর ৫০ দিন আগে রেকর্ড ৭ লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। আসর শুরুর ঠিক আগে ফিফা জানিয়েছিল, তারা এক লাখ টিকিট বরাদ্দ দিয়েছে। এবার ওই রেকর্ড ভেঙে যাবে বলে আশা আয়োজকদের।