ঢাকাThursday , 6 April 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

বিসিবি’র ঘোষিত পুরস্কারের অর্থ পেল সাফ জয়ীরা

parag arman
April 6, 2023 10:58 pm
Link Copied!

অবশেষে সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কারের অর্থ বুঝিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে সাবিনা খাতুনের দল। সাফ ফুটবলের রানি এখন বাংলাদেশের মেয়েরা। ২০২২সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। তাই শামসুন্নাহার-সাবিনাদের ইতিহাস রচনায় ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গড়িমসির কারণে সেই চেক হস্তান্তর করতে পারেনি বিসিবি। ৬ মাস পার হয়ে যাওয়ায় আবার নতুন করে চেক ইস্যু করে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) হস্তান্তর করেছে ক্রিকেট বোর্ড।

তবে পূর্বঘোষিত পুরস্কার থেকে সমন্বয়ের জন্য বিসিবি ১ লাখ টাকা বাড়িয়ে মোট ৫১ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিসিবি। চেক হস্তান্তরের পর বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘গত অক্টোবরে চেক ইস্যু করা হয়েছিল। ৬ মাস পার হয়ে গেছে। আমরা নতুন করে আবার চেক ইস্যু করে তাদের হাতে তুলে দিলাম।’

জালাল ইউনুস জানান, যোগাযোগ ঘাটতির কারণে এই বিলম্ব। ‘তাদের সঙ্গে একটা যোগাযোগ ঘাটতি ছিল। আমরা চেয়েছিলাম এটা গত বছর দিতে। উনারাও ব্যস্ত ছিলেন। আমরাও কয়েকবার যোগাযোগ করেছিলাম। উনারা সময় করতে পারেননি, আমরাও চেক হাতে তুলে দিতে পারিনি।’

তবে ঈদের আগে মেয়েদের হাতে চেক দিতে পারায় উচ্ছ্বসিত বিসিবির এই কর্তা, ‘উনাদের সম্মানিত কোচ এখানে এসেছেন, প্লেয়াররা এসেছেন, সাবিনা এসেছেন, বাকি প্লেয়াররা আসছে, তাদের কাছে চেক হস্তান্তর করে আমরা আনন্দিত।’