ঢাকাSaturday , 8 April 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

১৫ মে থেকে চার দলের নারী ফ্র্যাঞ্চাইজি লিগ

parag arman
April 8, 2023 10:37 pm
Link Copied!

মাসখানেক আগে বেশ ঘটা করেই জানান দেয়া হয়েছিল প্রথমবারের মতো বাংলাদেশে হবে নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। এবার বাফুফে জানাল ‘নারী সুপার লি ‘ নামের এই প্রতিযোগিতায় চারটি দল অংশ নেবে। এদিকে, অর্থাভাবে সাবিনা-কৃষ্ণাদের অলিম্পিক বাছাইপর্বের ম্যাচ খেলতে মিয়ানমার পাঠাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে কাজী সালাউদ্দিনরা। এর রেশ না কাটতেই সাফজয়ী মেয়েদের সুখবর দিল ফেডারেশন। মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, নারী ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে ১৫ মে।

আজ শনিবার (৮ এপ্রিল) বাফুফে ভবনে সভায় বসে নারী সুপার লিগের সাংগঠনিক কমিটি। এই আলোচনা শেষে সুখবর দেন কমিটির চেয়ারম্যান কিরণ। তিনি বলেন, ‘১৫ মে থেকে ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে। চারটি দল অংশগ্রহণ করবে। একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ।’

টুর্নামেন্টে ফরম্যাট ও শুরুর দিনক্ষণ ঠিক করলেও চার ফ্র্যাঞ্চাইজির নাম জানাতে পারেনি আয়োজকরা। আগামী সপ্তাহে আরেকটি সভা শেষে প্রকাশ করা হবে এসব তথ্য। এমনটা নিশ্চিত করেছেন টুর্নামেন্টে স্বত্বধিকারী ‘কে স্পোর্টসে’র প্রধান ফাহাদ করিম। তিনি জানান, ‘আমরা আজ নীতিগত সিদ্ধান্ত নিয়েছি চার দল নিয়ে করার। আগামী সপ্তাহে ফ্রাঞ্চাইজিদের নাম ও আর্থিক বিষয় নিয়ে সভা রয়েছে। ঈদের পর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।’

পূর্বে ক্রিকেট ও হকির ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া নিয়ে প্রশ্ন উঠে। তবে নারী লিগে এমন কিছু হবে না বলে আশ্বস্ত করেছেন ফাহাদ, ‘খেলোয়াড়দের পারিশ্রমিক স্বত্তাধিকারী প্রতিষ্ঠান কে স্পোর্টস থেকে দেওয়া হবে। পারিশ্রমিক নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না।’

ফ্রাঞ্চাইজের নামের পাশাপাশি টুর্নামেন্টের ভেন্যুও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাফুফে। কিরণ বলেন ‘দেশের শীর্ষ ক্লাবগুলোর ফ্রাঞ্চাইজে নেই তবে ক্লাব কর্তাদের প্রতিষ্ঠান রয়েছে ফ্রাঞ্চাইজ তালিকায়। ঢাকার একটি ভেন্যুতেই সকল খেলা অনুষ্ঠিত হবে। টার্ফে নয় ঘাসের মাঠেই খেলা হবে’।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনো সংস্কারধীন। কমলাপুর স্টেডিয়ামের টার্ফের সেই দৃষ্টিকোণ থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা হওয়ার সম্ভাবনা বেশি।