সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদশে। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয়ের আনন্দে ভাসে লাল-সবুজের দল। কিন্তু প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাস্টার মাইন্ড স্কুলের শিশু-কিশোরদের নিহতের খবর সেই উদযাপনকে আনন্দে রূপ নিতে দেয়নি। তিন ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই হ্যাটট্রিক করে বাংলাদেশকে শিরোপা জয়ের এনে দিয়েছেন সাগরিকা। বসুন্ধরা কিংস অ্যারেনায় তার চার গোলেই নেপালকে হারায় স্বাগতিকরা। এই জয়ে সাফ অনুর্ধ্ব-২০ নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব নিজেদের কাছেই রাখলো মেয়েরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন সাগরিকা। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে আক্রমণে উঠে চেয়েছিলেন চিপ করে গোল করতে। তবে সেটা কোনমতে কর্নারের বিনিমেয় রুখে দেন নেপাল কিপার সুজাতা তামাঙ। পঞ্চম মিনিটে স্বপ্নার কর্নারে সাগরিকার হেড গোল লাইন থেকে ক্লিয়ার করেন আনিশা। তবে তিন মিনিট পর সেই স্বপ্নার ডিফেন্স চেড়া থ্রু ধরে ঠিকই গোল করেন সাগরিকা। প্রায় মাঝ মাঠ থেকে স্বপ্নার পাস নিয়ে অফসাইড ফাঁদ ভেঙে আক্রমণে উঠেছিলেন বাংলাদেশ স্ট্রাই্কার। নেপালের আগুয়ান কিপার সুজাতা তামাং বক্স ছেড়ে বের হয়েও রুখতে পারেননি সাগরিকাকে। তাকে কাটিয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল ফাঁকা পোস্টে বল জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নেন তিন ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাগরিকা।
১৯ মিনিটে নিশ্চিত গোল হজম করা থেকে বেঁচে যায় বাংলাদেশ। গোলকিপার মিলি আক্তারের গ্লাভস ফসকে একটি বল বেরিয়ে গেলে পুর্নিমা রাইেয়ের ভলি দূরের পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বলে সুক্রিয়া মিয়ার হেড মিলি সেভ করেন। দুই মিনিট পর বক্সের বেশ বাইরে থেকে মুনকির বাঁ পায়ের শট অনেকটা দৌড়ে গিয়ে গোললাইন থেকে ক্লিয়ার করেন আনিশা রাই। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে আরও ভয়ঙ্কর রূপ নেন সাগরিকা। ৫১ মিনিটে অসাধারণ গোলে বাংলাদেশকে আরও এগিয়ে নেন। উমেহ্লা মারমার থ্রু পাস ধরে মার্কারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে ডানপায়ের নিঁখুত শটে ২-০ করেন। ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। নিজেদের অর্ধ্ব থেকে জয়নব বিবি রিতার লং বল ধরতে অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে যান এই স্ট্রাইকার। বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ে চিপ করে আগুয়ান কিপারের মাথার ওপর দিয়ে জালে জমা করে উল্লাসে মাতেন সাগরিকা। এটি এই আসরে তার দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন সাগরিকা।
৭২ মিনিটে অফসাইডে বাতিল হয় সাগরিকার আরেকটি গোল। তবে পাঁচ মিনিট পর মুনকি আক্তারের থ্রু ধরে আরেকবার কিংস অ্যারেনার গ্যালারি জাগিয়ে তোলেন সাগরিকা। শে বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের আনন্দে মাতে বাংলাদেশের তরুণীরা। তবে বিমান দুর্ঘটনায় নিহতদের খবরে সেই আনন্দ ¤øান হয়ে যায়। ২০২৩ সালের পর আবারও সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়শীপে শিরোপা জিতলো বাংলাদেশ।