ইউএস ওপেনে নারী এককের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা দুর্দান্ত হয়েছে ইগা সোয়াটেকের। সুইডেনের রেবেকা পেতেরসনকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা এই পোলিশ তারকা।
নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে সোমবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের উদ্বোধনী দিনে সোয়াটেকের জিততে সময় লাগে মাত্র ৫৮ মিনিট। র্যাঙ্কিংয়ে ৮৬ নম্বরে থাকা পেতেরসনকে ৬-০, ৬-১ গেমে হারান তিনি।
চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ২২ বছর বয়সী এই পোলিশ তারকা দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার ড্যারিয়া স্যাভিলের।