ঢাকাFriday , 5 July 2024
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই সোয়েটেক

parag arman
July 5, 2024 1:13 am
Link Copied!

শীর্ষ বাছাই ইগা সোয়েটেক সহজেই উইম্বলডন ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। উইম্বলডনের সেন্টার কোর্টে তিনি ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিচকে সরাসরি সেটে পরাজিত করেন। তবে ম্যাচের শুরুতে ক্রোয়েশিয়ান প্রতিপক্ষ পেত্রা বেশ ভূগিয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান পোলিশ তারকা সোয়েটেককে। অবশেষে কোনো অঘটন ঘটে নি। জয় পান ইগা সোয়েটেক ৬-৪ ও ৬-৩ গেমে। অবশ্য প্রথম সেট খেলার সময় পিঠের ব্যথার কারণে দীর্ঘসময় চিকিৎসা নিতে হয় সোয়েটেককে।

এতে ২৩ বছর বয়সী পোলিশ তারকা টানা ২১ ম্যাচ জয় পেলেন। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাধারী সোয়েটেক অবশ্য এর আগে কখনো কোয়ার্টার ফাইনালের বাধা পাড় হতে পারেন নি। কারণ ঘাসের কোর্টে তিনি সাবলীল নৈপূন্য প্রদর্শন করতে পারেন না।

উইম্বলডন ওপেনে শেষ আটের লড়াইয়ে সোয়েটেককে লড়তে হবে কাজাখস্তানের ইউলিয়া পুতিনস্টেভার বিপক্ষে। ইউলিয়া, চেক প্রজাতন্ত্রের ক্যাটরিনা সিনিয়াকোভাকে ৬-০, ৪-৬ ও ৬-২ গেমে হারিয়ে অঘটন ঘটিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে আসেন।