ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের সোনিয়া আক্তার। দলগত ইভেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
আজ শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবের বেঙ্কুয়েট হলে বিজয়ীদের পুরষ্কত করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম।
মেয়েদের একক ইভেন্টে দুই রাউন্ডে বাংলাদেশের সোনিয়া আক্তার ১৫২ (৮ ওভার পার) শট খেলে চ্যাম্পিয়ন হন। পাকিস্তানের সানিয়া ওসামা ১৫৬ (১২ ওভার পার) শট খেলে রানারআপ এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশের গলফার নাসিমা আক্তার। তিনি খেলেন ১৬৩ (১৯ ওভার পার) শট।
মেয়েদের দলগত ইভেন্টে বাংলাদেশের সোনিয়া আক্তার ও নাসিমা আক্তার জুটি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হন পাকিস্তানের আবিহা হামিন সৈয়দ ও সানিয়া ওসামা জুটি। তৃতীয় হয়েছে নেপালের সুশমা সিজেল ও তারা কার্কি জুটি।
মেয়েদের চ্যাম্পিয়ন সোনিয়া আক্তার বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পেরে অনেক ভালো লাগছে। অনেক কষ্টের পর চ্যাম্পিয়ন হলাম। এটা আমার জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের জন্যও। আজ শুরু থেকে অনেক ভালো খেলছিলাম, যদিও শেষ দিকে কিছুটা নার্ভাস হয়েছিলাম। তারপরও চ্যাম্পিয়ন হয়েছি। সত্যিই আমি খুব রোমাঞ্চিত।’