বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুইডেনে বসবাসরত ফুটবলার আনিকা সিদ্দিকী। বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বিষয়টি নিশ্চিত করেছেন।
ছোটন বলেন, ‘সে [আনিকা] সুইডেন লিগে খেলে। পড়াশোনার ছুটিতে সে আমাদের সাথে যোগ দেবে। আমাদের আন্তর্জাতিক ম্যাচ হলেও সে খেলতে আসবে।’
১৭ বছর বয়সী উইঙ্গারকে কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে কি না প্রশ্নে তিনি বলেন, তার ম্যাচের ভিডিও বিশ্লেষণ করার পরে তাকে নির্বাচিত করা হয়েছে।
সুইডেনে জন্মগ্রহণকারী আনিকা, এ মাসের শুরুতে সুইডিশ কাপে শীর্ষ-স্তরের ক্লাব আইএফ ব্রোমাপোজকর্ণের সিনিয়র দলের প্রতিনিধিত্ব করেছেন। লিগটি ইউরোপের শীর্ষস্থানীয়দের মধ্যে একটি।
বাংলাদেশ কোচ আরও বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে মিয়ানমারে শুরু হতে যাওয়া অলিম্পিক ২০২৪ এশিয়ান কোয়ালিফায়ারের জন্য আনিকা জাতীয় দলে থাকতে পারে।