দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সালে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এ তথ্য আগেই জানা। নতুন তথ্য হলো, ২০২৪ সালে নবম আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বার্মিংহামে মঙ্গলবার (২৬ জুলাই) আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।
বার্ষিক এ সভায় আইসিসি ২০২৪ সাল থেকে ২০২৭ সালের মধ্যকার টুর্নামেন্টগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ, দুটোই আছে।
আইসিসি জানিয়েছে, বাংলাদেশে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। ১০টি দল মিলে খেলবে মোট ২৩টি ম্যাচ। বাংলাদেশে এর আগেও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালের সেই আসরে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া মুকুট জিতে নেয়।
এদিকে এবারের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। প্রতিযোগিতাটির ১৩তম এ আসরে আটটি দলের মধ্যে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পরের বছর, অর্থাৎ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। যার স্বাগতিক হবে ইংল্যান্ড। এর মাধ্যমে প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের মর্যাদা অর্জন করবে তারা। এ আসরের মহাত্ম্য আছে আরেক জায়গায়, ১০ থেকে বেড়ে দলের সংখ্যা দাঁড়াবে ১২-তে, ম্যাচও অনুষ্ঠিত হবে ৩৩টি।
আইসিসির ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত সার্কেলের শেষ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ২০২৭ সালে লঙ্কানরা আয়োজন করবে নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ৬টি দল মিলে খেলবে ১৬টি ম্যাচ।