ঢাকাThursday , 4 July 2024
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় রাদুকানু

parag arman
July 4, 2024 12:45 am
Link Copied!

সুন্দর হতে হবে এমন কিছুর প্রয়োজন নেই। বেলজিয়ামের এলিস মর্টেনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে এমনটাই বলেন, ব্রিটিশ তারকা এমা রাদুকানু। তিনি আরো জানান, একেবারে নিখুঁত হওয়ারও কোনো দরকার নেই। আসেলই তো, যার খেলা এমনিতেই সুন্দর, দর্শক-সমর্থকদের মন কেড়ে নেয়- তার নিখুঁত হবার কোনো দরকার নেই। তবে ব্রিটেনের সাবেক নাম্বার ওয়ান তারকা রাদুকানু কিন্তু ওয়াল্ডকার্ড নিয়ে এবারের উইম্বলডন ওপেনে খেলতে আসনে। অবশেষে মর্টেনের বিপক্ষে ৬-১ ও ৬-২ গেমের জয়ে তৃতীয় রাউন্ডে ওঠার পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়িয়ে নিলেন।

এদিকে, বেলজিয়ান এলিস মর্টেনকে ধরা হয়েছিলো টুর্নামেন্টের একজন শক্ত প্রতিপক্ষ। তাকে হারানো কঠিন হবে বিপক্ষ খেলোয়াড়দের। আটটি এককের শিরোপা জিতেছেন তিনি। ২৬টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচের মধ্যে ২২টিতেই অন্তত: তৃতীয় রাউন্ড খেলেছেন। কিন্তু এবার সব ব্যর্থ হয়ে গেলো। রাদুকানুর সাথে তিনি কোনো প্রতিরোধই গড়তে পারেন নি।

আর রাদুকানুর যেনো নতুন জন্ম হলো এই উইম্বলডনে। ২০২১ সালে ইউএস ওপেন জয়ের পর থেকে তো স্মৃতি আঁকড়েই বেঁচেছিলেন তিনি। কোনো সাফল্য ছিলো না ক্যারিয়ারে। এবার শেষ ৩২ এ পৌঁছে যেনো নিজেকে নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করছেন এই ব্রিটিশ নারী খেলোয়াড়।