প্রথম সন্তানের মা হলেন রাশিয়ান টেনিস তারকা হার্টথ্রব মারিয়া শারাপোভা। ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নবজাতকের ছবি দিয়ে এ খবর জানিয়েছেন শারাপোভা। সন্তানের নামও জানিয়ে দিয়েছেন শারাপোভা। সন্তানের নাম ‘থিওডোর’ রেখেছেন তিনি।
গত এপ্রিলেই নিজের ৩৫তম জন্মদিনে মা হবার খবর প্রকাশ করেছিলেন শারাপোভা। ইন্সটাগ্রামে নবজাতক, তার বাবা অ্যালেক্সান্ডার জাইল্কসের সাথে নিজের ছবি আপলোড করেন শারাপোভা।
ছবির ক্যাপশনে রাশিয়ার সুন্দরি লিখেন, ‘সবচেয়ে সুন্দর, সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে সন্তোষজনক উপহার, যা ছোট্ট পরিবার হিসেবে আমরা চাইতে পারি।’
ইনস্টাগ্রামে শুক্রবার নবজাতকের ছবি পোস্ট করেছেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা। তবে রোমান সংখ্যায় ইঙ্গিত করছে, থিওডোর ১ জুলাই জন্মগ্রহণ করেন।
শারাপোভার সন্তানকে স্বাগত জানিয়ে এক টুইট বার্তা দিয়েছেন ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ)। তারা লিখেছে, ‘পৃথিবীতে তোমায় স্বাগতম থিওডর। অভিনন্দন মারিয়া শারাপোভা।’
২০১৬ সালে ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হবার পর থমকে যায় শারাপোভার ক্যারিয়ার। ২০২০ সালে অবসর নেন তিনি।