প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে পরাজিত করে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাবিনা, মারিয়া মান্দারা চমৎকার নৈপুন্য দেখিয়ে জয় পেয়েছেন।
অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে এর আগে একবারই খেলেছিল বাংলাদেশ। ২০১৭ সালে প্রতিপক্ষের মাঠে সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিলেন সাবিনা খাতুনরা। সেই সিঙ্গাপুরের বিপক্ষে এই জয় যেনো আগের পরাজয়ের বদলা নেওয়া।
বাংলাদেশের হয়ে দুটি গোল করেছেন তহুরা খাতুন, একটি গোল করেন আফিদা খন্দকার।
গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। সেটি আসে তৃতীয় মিনিটেই। বাঁ দিক থেকে শর্ট কর্নোরের পর সাবিনা খাতুনের ক্রস, দূরের পোস্টে দাঁড়িয়ে হেডে জালে জড়িয়েছেন আফিদা খন্দকার।
১৬ মিনিটে তহুরা করেন দলের দ্বিতীয় গোল। মারিয়া মান্দা ডিফেন্স ফাঁকি দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন।
পাশে থাকা তহুরা সেই বলই প্লেসিং শটে জালে জড়িয়ে দিয়েছেন। ২-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও চাপটা ধরে রেখে ৬০ মিনিটে ৩-০ করে বাংলাদেশ। তহুরা ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে মাসুরার বাড়ানো লম্বা বল তহুরা বক্সে ঢুকে চমৎকার সাইড ভলিতে জালে জড়িয়ে দিয়েছেন। ফরোয়ার্ডে কৃষ্ণা রানীর অভাব এদিন বুঝতে দেননি এই স্ট্রাইকার। ব্যবধান আরও বাড়তে পারতো। কয়েকটি সুযোগ নষ্টে সেটি আর হয়নি। তবে ৩-০ তে দাপুটে জয় নিয়েই তারা মাঠ ছেড়েছে।