বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টে স্থান নির্ধারনী ম্যচে নেপালকে হারিয়ে ইয়ুথ ও জুনিয়র উভয় বিভাগেই তৃতীয় হয়েছে মালদ্বীপের মেয়েরা।
শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৭ ইয়ুথ দলকে ৪১-১০ গোলে হারিয়েছে মালদ্বীপ। ম্যাচের প্রথমার্ধে ১৯-০৩ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। দিনের অপর ম্যাচেও আধিপত্য ধরে রাখে মালদ্বীপ। নেপালের অনূর্ধ্ব-১৯ জুনিয়র দলকে ২২-০৫ গোলে হারায় তারা। প্রথমার্ধে ১১-০১ গোলে এগিয়ে ছিল মালদ্বীপ।
আগামীকাল বুধবার ফাইনালে শক্তিশালী ভারতের মোকালো করবে স্বাগতিক বাংলাদেশ। ইতোমধ্যে গ্রুপ সেরার আসন দখলের লড়াইয়ে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশের জুনিয়র ও ইয়ুথ দল।
আগামীকালের খেলার সুচি
দুপুর ১টা: বাংলাদেশ-ভারত (অনূর্ধ্ব-১৭ দল)
দুপুর ৩টা: বাংলাদেশ-ভারত (অনূর্ধ্ব-১৯ দল)