সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী রাশিয়ার কাছে ৩-০ গোলে হারলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিলেও, ১১৪ ধাপ এগিয়ে থাকা রাশিয়ার সঙ্গে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দুটি গোলই করেন অধিনায়ক এলিনা গোলিক।
বিরতি থেকে ফিরে আবারও বাংলাদেশ শিবিরে হানা দেয় রাশিয়া। খেলার ৬২ মিনিটে আনাস্থাসিয়া কারাতায়েভা রাশিয়ার হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন। বিশ্ব র্যাকিংয়ে ১১৪ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে বাংলাদেশের কিশোরীদের কম গোলের ব্যবধানে পরাজয়টাও অনেক গৌরবের।
এবারের অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ ও আমন্ত্রিত রাশিয়া ছাড়াও, ভারত, নেপাল, ভুটান অংশ নিচ্ছে।