বাংলাদেশ যুব গেমসের অ্যাথলেটিকস ট্র্যাকে ঝড় তুললেন খুলনা ও রংপুরের দুই তরুণ, তরুণী। শনিবার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব গেমসের দ্বিতীয় আসরে তরুণদের ১০০ মিটার স্প্রিন্টে খুলনার নাইম শেখ ১০.৮০ সেকেন্ডে স্বর্ণপদক জিতে নেন। এর আগে ২০১৮ সালে প্রথম যুব গেমসে চট্টগ্রাম বিভাগের হাসান মিয়া এই খেতাব জিততে সময় নিয়েছিলেন ১০.৬০ সেকেন্ড।
অন্যদিকে তরুণীদের ৮০০ মিটার দৌড়ে দুই মিনিট ৩৩.০৭ সেকেন্ডে চট্টগ্রামের তানজিনা আক্তার তানিশা স্বর্ণ, দুই মিনিট ৩৪.৩১ সেকেন্ডে ঢাকা বিভাগের বৃষ্টি আক্তার রুপা এবং দুই মিনিট ৩৬.৮১ সেকেন্ড ব্রোঞ্জ জেতেন খুলনা বিভাগের শায়লা খানম।
দ্রুততম তরুণী আইরিন আক্তার বলেন, ‘এমন একটা আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে। দৌড় শেষ করে আমার দুই পা জড়িয়ে যাওয়ায় আমি পড়ে যাই। তবে এত মানুষের সামনে অংশ নিয়ে জয়ী হতে পেরে খুবই আনন্দ হচ্ছে। আর সকলের উৎসাহ পেয়ে আমার আরও ভালো লাগছে।’