রাশিয়ার চ্যাম্পিয়নশীপটা অনুমিতই ছিল। সাফের ছোটদের এই টুর্নামেন্টে অন্তর্ভূক্ত হওয়ার পরই ধারণা করা হয়েছিল ইউরোপের দেশটিই শিরোপা। হলও তাই। পাঁচ দলের এই টুর্নামেন্টে সবকটি ম্যাচ জিতে তারাই জিতে নিল সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি।
তবে আলোচনাটা ছিল রানার্সআপ দল নিয়ে। বাংলাদেশ নাকি ভারত? শেষ পর্যন্ত ভারতকে টপকে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। চার ম্যাচের সবক’টি জিতে ১২ পয়েন্ট নিয়ে রাশিয়া চ্যাম্পিয়ন হয়েছে। দুই ম্যাচ জিতে ও এক ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাশে। ৬ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয়।
মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ দিনের দুই খেলায় বাংলাশে ১-১ গোলে ড্র করে নেপালের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়েছে রাশিয়া। বাংলাদেশ চেয়েছিল নেপালকে হারিয়ে জয়ে মিশন শেষ করতে। সেটা পারেনি। উল্টো হারতেই বসেছিল। প্রথমে গোল হজম করে পিছিয়ে পরে শোধ দিয়ে ম্যাচ ড্র করেছে স্বাগতিক বাংলাদেশের কিশোরীরা।