ঢাকাMonday , 21 July 2025
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবে বাংলাদেশের নারীরা

parag arman
July 21, 2025 7:21 am
Link Copied!

ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রীতি ম্যাচ খেলতে তুরস্ক আসবে বাংলাদেশে। আগামী সেপ্টেম্বরে দুই দেশের মধ্যকারএই ফুটবল ম্যাচটি হবে। জুলাইয়ে মরক্কো গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ হোসেন সজীব ভূঁইয়া। সেখানে বাংলাদেশের নারী ফুটবল নিয়ে কথা হয়েছে।

বাংলাদেশ এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সাফের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের কথাগুলো তুলে ধরেছেন। তার্কিশ ফুটবল অ্যাসোসিয়েশন আগ্রহ দেখিয়েছে, বাংলাদেশে এসে বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরই মধ্যে বাফুফের সঙ্গে যোগাযোগও করেছে। প্রথমে বাফুফে রাজি ছিল না। কারণ খেলোয়াড়রা আগস্টে খেলতে পারবেন না। তারা ক্লান্ত, টানা ম্যাচ খেলছে। নারী ফুটবলাররা জর্ডানে খেলে এসেছে, কিছু ফুটবলার ভুটানের লিগে খেলেছে।

এরপর বাংলাদেশ নারী দল মিয়ানমারে এশিয়ান কাপের বাছাই খেলেছে। আবার কিছু খেলোয়াড় ভুটানে চলে গেছেন। এশিয়ান কাপের বাছাইয়ে খেলা ৯ জন ফুটবলার বর্তমানে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলছেন। টানা বৃষ্টির মধ্যে খেলছেন। সবাই ক্লান্ত। খেলোয়াড়দের বিশ্রাম দরকার। কোচ পিটার বাটলার বিশ্রামে চলে যেতে পারেন। এমন পরিস্থিতিতে বাফুফে তুরস্কের বিপক্ষে অনাগ্রহী ছিল। আগস্টে তুরস্ক খেলতে চাইলেও পরে বাফুফের অনুরোধে সেপ্টেম্বরে খেলার জন্য রাজি হয়। বাফুফে এখন রাজি থাকলেও সেপ্টেম্বরে আবহাওয়া কেমন থাকে সেটিও একটি ব্যাপার। এখানেও একটা শর্ত রয়েছে বলে জানা গেছে।

যদি সেপ্টেম্বরে ম্যাচের দিন বৃষ্টি-বাদল না থাকে তবেই নাকি সেই ম্যাচ হতে পারে। তবে বাফুফে এবং তুরস্ক প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে খুব আন্তরিক। বাফুফে তুরস্ককে আতিথেয়তা দিতেও প্রস্তুত। বাফুফে চাইছে তুরস্ক এসে ম্যাচ খেলুক। দুই দেশের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হোক। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আরও প্রীতি ম্যাচ হতে পারে। বাংলাদেশও তুরস্কে গিয়ে খেলতে পারে। প্রীতি ম্যাচ হলেও এবারই প্রথম ইউরোপীয়ান কোনো দেশের বিপক্ষে বাংলাদেশের নারী ফুটবল দল ম্যাচ খেলতে যাচ্ছে।