আগামী জুন মাসে নারী এশিয়ান কাপ বাছাইপর্ব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে সেই লক্ষ্যে নারী ফুটবলারদের প্রস্তুতিতে নামার আগে মাঠ সংকটে পড়েছে। সংস্কার কাজ চলছে কমলাপুর স্টেডিয়ামে, বঙ্গবন্ধু স্টেডিয়ামও প্রস্তুত নয়। বুয়েট মাঠ বেশ শক্ত হওয়ায় বল নিয়ে অনুশীলন করা যাচ্ছে না।
এদিকে আবার গোদের উপর বিষ ফোঁড় হয়ে এসেছে নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাথে নারী ফুটবলারদের দ্বন্দ্ব। এমনি অবস্থায়, শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় নারী দলকে অনুশীলনে পাঠাতে চায় বাফুফে। গত দুদিন জিমেই সময় কেটেছে নারী ফুটবলারদের। বাটলারের নির্দেশেই চলছে জিম কার্যক্রম। সিনিয়র নারী ফুটবলাররা জিম করলেও তারা আছেন নিজেদের মতো।
ফুটবলে দল নির্বাচন ও অনুশীলনে কোচই সর্বেসর্বা। সে হিসেবে কোচের নির্দেশনা অমান্য শৃঙ্খলা ভঙ্গেরই শামিল। কোচ-খেলোয়াড়ের এই দ্বন্দ্বে বর্তমানে কোচের পক্ষেই অবস্থান বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের। বুধবার বিকেলে বাফুফের নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিল্টন এই প্রসঙ্গে বলেন, ‘খেলোয়াড়দের ওপর নির্ভর করে বাফুফে চলবে না। নির্বাহী সদস্য, ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করেই (কোচ নিয়োগ) সিদ্ধান্ত নিয়েছে। খেলোয়াড়দের কথা এখানে চলবে না।’
অবশ্য বাফুফেতে সাফল্যের মশালটা জ্বালিয়ে রেখেছেন এই নারী ফুটবলাররাই। পুরুষ ফুটবলে কোনো সাফল্য নেই। নারী ফুটবলাররাই দুই বার টানা সাফ চ্যাম্পিয়ন করেছে। বাংলাদেশের নারী দলে সিনিয়র ফুটবলারদের অবদানও অস্বীকার করার উপায় নেই। নেপালের কাঠমান্ডুতে সিনিয়র ফুটবলার ও ব্রিটিশ কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সেই সংকট আর সামনে আসেনি। পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাফুফে। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নিয়েই তিনি গত সোমবার রাতে এসেছেন। এরপর থেকে আবার নতুন সংকট তৈরি হয়েছে। সিনিয়র ফুটবলারদের সঙ্গে ব্রিটিশ কোচ পিটার বাটলারের দূরত্বের বিষয়টি বাফুফের জানা। এরপরও এতদিন এ নিয়ে উদ্যোগ নেয়নি দেশীয় ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা।
আজ মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বিকেলে কয়েকজন নারী ফুটবলারের সঙ্গে বসেছিলেন। সেই সময় অবশ্য বেশ কয়েকজন ব্যক্তিগত কাজে ফেডারেশনের বাইরেও ছিলেন। নারী ফুটবলের চলমান সংকট নিয়ে ফুটবলারদের কেউ যেমন আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চান না, তেমনি বাফুফের মধ্যেও লুকোচুরি-ভাব। বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীরা কয়েক ঘণ্টা অপেক্ষা করলেও নারী উইংয়ের প্রধান ও সাধারণ সম্পাদক এ নিয়ে কিছু বলেননি।
নারী ফুটবলাররা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে দেখা করে সব কিছু বলতে চান। তিনি রাজনৈতিক সফরে অবস্থান করছেন ইংল্যান্ডে। ৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় এএফসির একটি সভায় অংশগ্রহণের পর তাবিথের দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।