এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিয়ে সকালে দেশে ফিরেছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা হবে ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর। তবে কোথায় হবে তা এখনো নির্ধারণ হয়নি।