ঢাকাWednesday , 20 August 2025
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

নারী ফুটবলে আরো একটি সাফল্যেও সন্ধানে বাংলাদেশ

parag arman
August 20, 2025 12:47 am
Link Copied!

নারী ফুটবলে আরও একটি সাফল্যেও সন্ধানে আছে বাংলাদেশে। নারী ফুটবলাররা মুঠোভরে সাফল্য এনে দিয়েছেন দেশকে। দক্ষিণ এশিয়া থেকে এশিয়ান মঞ্চ- সবখানেই সরব উপস্থিতি তাদের। দক্ষিণ এশিয়ায় একের পর এক ট্রফি জিতলেও একটা জায়গায় অপূর্ণতা ছিলো এবং আছে। অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ট্রফি এখনো ঘরে তোলা হয়নি।

সেই অপূর্ণতা ঘোচানোর মিশন আজ শুরু হচ্ছে বাংলাদেশের। স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ফুটবলের আরেকটি প্রতিযোগিতায় নামছে লাল-সবুজের কিশোরীরা। আজ বুধবার ভুটানের থিম্পুতে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। চার দলের এই প্রতিযোগিতা হবে ডাবল লীগ ভিত্তিতে।

প্রথম ম্যাচেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শেষ ম্যাচ হবে ৩১ আগস্ট। লীগ ম্যাচ শেষে টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোর ফরম্যাট নির্ধারণ হয় এএফসির প্রতিযোগিতার সাথে সামঞ্জস্য রেখে। সে ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো হচ্ছে নারীদের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ।

প্রথমবার হয়েছিল ২০২৩ সালে ঢাকায়। আমন্ত্রিত দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়ার মেয়েরা। বাংলাদেশ হয়েছিল রানার্সআপ। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের এ পর্যন্ত ৯টি ট্রফি জিতেছে বাংলাদেশ। দুইবার জিতেছে সিনিয়র সাফ, দুইবার করে জিতেছে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৯ সাফ এবং একবার করে জিতেছে অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৫। শুধু অনূর্ধ্ব-১৭ জেতা হয়নি এখনো। ভুটান থেকে এই ট্রফি নিয়ে আসতে পারলে নারী ফুটবলে দক্ষিণ এশিয়ায় সাফল্য অর্জনের বৃত্তপূরণ হবে বাংলাদেশের।