ঢাকাSaturday , 12 July 2025
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

বাংলাদেশের কাছে বড় হার শ্রীলঙ্কার

parag arman
July 12, 2025 2:05 am
Link Copied!

বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারলো শ্রীলঙ্কা। ক্রিকেটে যে সময়েু পুরুষেরা বারবার ধরাশায়ী হচ্ছে লঙ্কানদের কাছে। ঠিক সেই সময়ে সাফ নারী অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপে তাদেও বেপক্ষে বড় জয়ে যেন প্রতিশোধ নিল বাংলাদেশ। প্রথমার্ধে ৩টি আর দ্বিতীয়ার্ধে ৬টি, শ্রীলঙ্কার জালে মোট ৯ গোল দিয়ে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর শুরু করলো লাল-সবুজের দল। শেষের যোগ করা সময়ে এক গোল হজম করায় ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৯-১।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি কিক দারুণ এক গোলে লিড নেয় বাংলাদেশ। গোল করেন স্বপ্না রাণী। তিন মিনিট পর দ্বিতীয় গোল করেন মুনকি আক্তার। হ্যাটট্রিক গার্ল সাগরিকা নিজের প্রথম গোলটি করেন ম্যাচের ৩৭ মিনিটে। এই তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা। ৪৮ মিনিটে মুনকি করেন নিজের দ্বিতীয় গোল। দুই মিনিট পর ব্যবধান ৫-০ করেন সিনহা জাহান শিখা। এর পর ৫৩ ও ৫৮ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। ৮৬ মিনিটে রুপা আক্তারের গোলে স্কোরলাইন হয় ৮-০।

লঙ্কান গোলকিপার থারুশিকা দোদামগোদাগের নৈপুণ্যে আরও গোলের সুযোগ থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। দারুণ বেশ কিছু সেভ করে নজর কাড়েন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসে ম্যাচে শ্রীলঙ্কার একমাত্র খুশির মুহূর্ত। আচমকা আক্রমণ থেকে এক গোল শোধ করেন লায়ানসিকা জাসোথারান। অবশ্য দুমিনিট পরেই শান্তি মার্দি আরও একটি গোল করেন বাংলাদেশের হয়ে।

রবিবার সন্ধ্যা ৭টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।