ঢাকাSunday , 6 April 2025
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

বাটলারের অধীনেই বিদ্রোহী নারী ফুটবলারদের অনুশীলন

parag arman
April 6, 2025 1:30 am
Link Copied!

ঈদের পর শনিবারই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারশন কর্মচঞ্চল হয়ে উঠলো। বাফুফে ভবনে আসলেন সভাপতি তাবিথ আউয়াল। নিজের অফিসে গিয়ে কিছু কাজকর্মো করলেন তিনি। পরে সাবিনাদের সাথে সাক্ষাত করে আবার নিজ কক্ষে ফেরেন তাবিথ আউয়াল। গণমাধ্যমের সাথে কেনো কথা না বলে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকে পাঠালেন সাংবাদিকদের ব্রিফ করতে।

জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। সেই বাছাইয়ে কোচ পিটার বাটলারকে বিদ্রোহ করা ফুটবলাররা ফিরবেন কিনা? এই প্রশ্ন মিডিয়া কমিটির চেয়ারম্যান সঠিক কোনো জবাব দিতে পারেননি। বললেন ‘তারা বিদেশের লিগ খেলতে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক ভাবমূর্তি। আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি মূলত। এর বাইরে অন্য কোনো বিষয় আলোচনা হয়নি।’

জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ থাকলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য এই বিষয়টি উল্লেখ করে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘জাতীয় দলের জন্য ক্লাব অবশ্যই খেলোয়াড় ছাড়বে, আমাদের সঙ্গে এমন কথাই হয়েছে। তারাও আসবেন।’ তবে সাবিনা- ঋতুপর্ণারা বাটলারের অধীনেই অনুশীলন করতে রাজি হয়েছে কিনা এই ব্যাপারটা রহস্যাবৃত্তই রয়ে গেলো।

রোববার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ৪৯ জন ফুটবলারের। সোমবার আসবেন ব্রিটিশ কোচ বাটলার। তার অধীনে সানজিদা-কৃষ্ণারা অনুশীলন করবেন কিনা বা বাটলারও তাদের অনুশীলনে নেবেন কিনা সেই জট এখনো খোলেনি।

এদিকে, সাফের সভা শেষে সকালে কলম্বো থেকে ঢাকায় এসেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিকেলে ফেডারেশনে সাবিনাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অবশ্য স্পষ্ট করেই বলেন, ‘তারা এই কোচের অধীনে অনুশীলনে ফিরবে।’