ঢাকাSunday , 27 July 2025
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

ভুটান লিগে আরও তিন বাংলাদেশী নারী

parag arman
July 27, 2025 10:42 pm
Link Copied!

ভুটানের ঘরোয়া ফুটবল লিগ খেলতে বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিসহ যাচ্ছেন আরো তিন ফুটবলার। প্রতি আসরের মতো এবারো ভুটান মাতাচ্ছেন বাংলাদেশী নারী ফুটবলাররা। সাবিনা-ঋতুপর্ণারা প্রতিপক্ষকে ভাসাচ্ছেন গোল বন্যায়। এবার আফিদা-স্বপ্না রানীরাও যোগ দিচ্ছেন তাদের সাথে।

জাতীয় দলের বিরতিতে ভুটানের ‘ন্যাশনাল ওমেন্স লিগে’ খেলতে গেছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন নারী ফুটবলার। এবার যাচ্ছেন আরো তিনজন।

তারা হলেন- অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, মিডফিল্ডার স্বপ্না রানী এবং ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা। এই তিনজনই খেলবেন রয়েল থিম্পু কলেজ এফসিতে। প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে যাচ্ছেন তারা।

এই ক্লাবের হয়ে আগে থেকেই খেলছেন তহুরা খাতুন এবং শামসুন্নাহার জুনিয়র। তারা যোগ দিলে রয়েল থিম্পু কলেজ এফসিতে বাংলাদেশের ফুটবলার হবেন পাঁচজন।

এবারের ভুটানের লিগে প্রথমে যোগ দিয়েছিলেন ১০ জন নারী ফুটবলার। পরে আরো দু’জন। আফঈদারা যোগ দিলে ভুটানের নারী লিগে বাংলাদেশের খেলোয়াড় হবেন ১৮ জন। তবে তাদের ক্লাব যা-ই খেলুক না কেন, বাংলাদেশের নারী ফুটবলাররা কিন্তু নিজেদের সম্মান অক্ষুন্ন রেখেছেন।