ভারতীয় লিগে খেলতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আজই বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন নিশ্চিত করেছেন, শুধু সাবিনাই নয়, ভারতের চলমান নারী লিগে খেলবেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আরেক সদস্য সানজিদা আক্তারও। সানজিদা খেলতে যাচ্ছেন ইস্ট বেঙ্গলে।
বাংলাদেশের নারী ফুটবল লিগ শুরু হতে দেরী হওয়ার কারণেই ভারতের প্রস্তাব পাওয়া এই দুই ফুটবলারকে অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন মাহফুজা, ‘ফেব্রুয়ারিতে লিগ শুরুর কথা থাকলেও সম্ভবত আমরা সে সময়টায় লিগ আয়োজন করতে পারব না, আমাদের মাঠ সমস্যা আছে। আমাদের দুই মাস সময় লাগতে পারে। যেহেতু একটা সুযোগ এসেছে, আমি ওদের সুযোগটা হাতছাড়া করতে দেইনি। খেলে আসুক। খেলা ভালো। সাবিনা আজ চলে গেছে। সানজিদাও কয়েকদিনের ভেতর চলে যাবে।’
জানা গেছে, সানজিদা এর মধ্যেই ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন, ভিসা পেলেই তিনি দেশ ছাড়বেন। ভারতের লিগে সাবিনা খেলছেন এবার কর্নাটকের দল ‘কিক স্টার্ট’-এর হয়ে।
৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। ইস্ট বেঙ্গলের ৪ ম্যাচে পয়েন্ট ৩, পঞচম স্থানে আছে তারা। এর আগে সাবিনা ছাড়াও ভারতীয় লিগে খেলেছে কৃষ্ণা রানী সরকার। সাবিনা, কৃষ্ণা একসঙ্গেই খেলেছিলেন সেথু এফসির হয়ে। এবার এই তালিকায় যোগ হলেন উইঙ্গার সানজিদা।