রিয়াল বেটিসকে উড়িয়ে দিয়ে টানা ষষ্ঠবার লিগ এফ-এর শিরোপা জিতলো র্বাসেলোনা। আক্রমণের ঝড় বইয়ে দিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখল কাতালান নারীরা। একের পর এক গোলও পেলো তারা। তাতে রিয়াল বেটিসেক ৯-০ গোলে উড়িয়ে আবারো লিগা এফ-এর শিরোপা ঘরে তুলল কাতালান ক্লাবটি।
স্পেনে মেয়েদের ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় রোববার বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেন ক্লাউডিয়া পিনা। লিগে এক ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করেছে তারা। এনিয়ে টানা ষষ্ঠবার শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনার মেয়েরা। সব মিলিয়ে দশমবার এই ট্রফি জয়ের স্বাদ পেল তারা।
২৯ ম্যাচে ২৭ জয়ে ৮১ পয়েন্ট বার্সেলোনার, আসরে দুটি ম্যাচে হেরেছে তারা। সমান ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
টানা দ্বিতীয় মৌসুমে কোয়াড্রপল জয়ের হাতছানি এখন বার্সেলোনার সামনে। এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ জিতেছে তারা। উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী ২৪ মে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। টানা তৃতীয়বার ইউরোপ সেরার মুকুট জয়ের সুযোগ তাদের সামনে। এরপর কোপা দে লা রেইনার শিরোপার নির্ধারণী ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে তারা, আগামী ৭ জুন।
বার্সেলোনার বিপক্ষে এই হারে লিগা এফ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে বেটিসের। ১৬ দলের প্রতিযোগিতায় ২৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে আছে তারা।