ভুলের খেসারত দিতে হলো চারবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে। তাতে ১৯তম বাছাই এমা নাভারোর কাছে সরাসরি সেটে হেরে তৃতীয় রাউন্ডের আগেই উইম্বলডন ওপেন থেকে বিদায় নিতে হলো জাপানের নাওমি ওসাকাকে। গত পাঁচ বছরের মধ্যে প্রথম উইম্বলডন খেলতে এসে ৬-৪ ও ৬-১ গেমে যুক্তরাষ্ট্রের এমা নাভারোর কাছে হেরে বিদায় নিতে হলো। এই পরাজয়ের ফলে চারবারের চেষ্টায়ও উইম্বলডনের তৃতীয় রাউন্ডের হার্ডল পাড় হতে পারলেন না নাওমি ওসাকা।
এদিকে, যুক্তরাষ্ট্রের এমা নাভারো নিজের রেকর্ডকে একেবারে নীরবে-নিভৃতেই সমৃদ্ধ করে চলেছেন। সেন্টার কোর্টে তিনি এবার পরাস্ত করলেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জাপানের নাওমি ওসাকাকে। কিন্তু তারকা খেলোয়াড়কে হারিয়েও ‘আইস গার্ল’ নাভারোকে কোনো রকমের উত্তেজনা ছুঁতে পারেনি। বরং সামনের ম্যাচে ভালো করার ব্যাপারে তিনি আরো প্রতিজ্ঞ। মাত্র পাঁচটি আনফোর্সড এরর করা এমা নাভারো তৃতীয় রাউন্ডে লড়বেন প্রতিপক্ষ রাশিয়ার ডায়না স্নাইডরের বিপক্ষে।