সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও বাজে শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই হারের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো নিগার সুলতানা জ্যোতিরা।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে তারা। জ্যোতির ব্যাট থেকে আসে সর্বোচ্চ হার না মানা ৫৩ রানের ইনিংস। ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো এই ইনিংসটি তার। শারমিন আক্তার সুপ্তার ৪১ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস বাংলাদেশকে লড়াইয়ের মতো পুঁজি পায়।
জবাবে দুর্দান্ত ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ১৯ বল হাতে রেখেই জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হেইলি ম্যাথুজ ৫৪ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে অপরাজিত ছিলেন দিয়ান্দ্রা ডটিন, তিনি ২২ বলে ৫১ রান করেন।
৩০ জানুয়ারি দ্বিতীয় এবং ১ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্ট ম্যাচটি হবে।