দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়লেও দলকে জেতাতে পারলেন না ফারজানা হক পিংকি। ইস্ট লন্ডনে সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয় (১১৯ রানে) তুলে নিয়েছিল বাংলাদেশ। এর ফলে সিরিজ জয়ের সুযোগ তৈরি করে টাইগ্রেসরা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফারজানা হকের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ২২২ রানের সংগ্রহ দাঁড় করায়। পচেফস্ট্রুমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফিরিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকান নারীরা।
সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন পিংকি। ফাহিমা ৪৬ রানে অপরাজিত থাকেন। জবাবে, ২ উইকেটে ২২৩ রান তুলে ২৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিক নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানে অপরাজিত থাকেন আনেকা বশ। লরা উলভার্ট করেন ৫৪ রান।
শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।