প্রথমবারের মতো অস্ট্রেলিয়া নারী দল এসেছে বাংলাদেশ সফরে। বিশ্ব ক্রিকেটে যাদের একচ্ছত্র আধিপত্য, সেই অজিদের বাংলাদেশ সফরকে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দেখছেন নিজেদের সবচেয়ে বড় সিরিজ হিসেবে।
বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা। লড়াইটা শুরু হবে ওয়ানডে দিয়ে। ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘এখন পর্যন্ত অবশ্যই সবচেয়ে বড় সিরিজ। তারা বিশ্বচ্যাম্পিয়ন দল। তাদের বিপক্ষে খেলা আমাদের দলের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। গত ৬-৭ মাস আমরা যেমন ক্রিকেট খেলে এসেছি, তারাও আমাদের হালকাভাবে নেয়নি। সেটা ওদের স্কোয়াড দেখেই বোঝা গেছে। বিশ্বকাপও এখানে।’
সম্প্রতি দারুণ ছন্দে আছে বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়াও তাই সমীহ করে চলছে বাংলার বাঘিনীদের। অধিনায়কও দলের দুই বিভাগ নিয়ে যথেষ্ট আশাবাদী, ‘যদি আমাদের দিক থেকে চিন্তা করেন, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় যখন খেলেছি তখন মনে হয়েছে আমাদের ব্যাটিং শক্তিশালী। ঘরের মাঠে ভারত, পাকিস্তানের সঙ্গে যখন খেলেছি তখন মনে হয়েছে আমাদের বোলিংটা শক্তিশালী। এটা দলের জন্য ভালো লক্ষণ। দুইটা বিভাগই অনেক বেশি ভালো জায়গায় আছে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের দিনটায় কোন বিভাগটা দলের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারে।’
বিশেষ করে বোলিংয়ের দিক থেকে জ্যোতি যেন নিজেদেরই এগিয়ে রাখছেন। তার ভাষায়, ‘তারা ৪ থেকে ৫ জন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের টার্গেট থাকবে, তাদের সেই শক্তির জায়গাটা যেন ভেঙে দিতে পারি যত দ্রুত সম্ভব হয়। আর বোলিংয়ে আমরা সেরা, এটা সবসময় বলতে হবে। এই মাঠে বলেন বা যে কোনো জায়গায় হোক, আমার বোলাররা অনেক বড় বড় জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে ভালো পারফর্ম করে দিয়েছে।’
‘সেদিক থেকে অনেক আত্মবিশ্বাসী আমি। যেহেতু ব্যাটিং নির্ভর দল ওরা। তাই তাদের ব্যাটিং ইউনিটটা যদি আমরা কলাপ্স করাতে পারি, যদি সুযোগ না দেই, ভালো বোলিং বাস্তবায়ন করতে পারি, ভালো হবে আমাদের জন্য।’