ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে উঠলো বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে, শুরু থেকেই ভারতকে চেপে ধরে স্বাগতিকরা। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না লাল-সবুজের দল।
অবশেষে সকল মলিনতার খোলস ছেড়ে শেষ দিকে বেরিয়ে এলো বাংলাদেশ। দুটি ভালো সুযোগ কড়া নাড়ল দুয়ারে; কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় মিলল না গোল। তবে হাল ছাড়েনি লাল-সবুজের দল।
অবশেষে যোগ করা সময়ে দারুণ নৈপুণ্যে ব্যবধান গড়ে দিলেন সাগরিকা। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ।
এর আগে, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জিতল বাংলাদেশ। নেপালকে ৩-১ গোলে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করা সাইফুল বারী টিটুর দল টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত করল ফাইনাল।
ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে এসে গোলের পথটাই ভুলে গেল তারা।