ঢাকাFriday , 22 March 2024
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

রানআউটই পার্থক্য গড়েছে ম্যাচের

parag arman
March 22, 2024 1:10 am
Link Copied!

অস্ট্রেলিয়া বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। ১১৮ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী দল। ম্যাচে চোখে লেগেছে ব্যাটিংয়ে টাইগ্রেসদের দুর্বলতা।

আগে ব্যাট করে অজি মেয়েদের দেয়া ২১৪ রানের টার্গেটে বাংলার মেয়েরা তুলেছে মাত্র ৯৫ রান। মাঝে নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন এবং রিতু মনি – তিন ব্যাটার হয়েছেন রানআউট। শেষ দিকে মাত্র ২৫ রানের মধ্যে ৮ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচ শেষে সেই রানআউটকেই দুষেছেন টাইগার স্পিনার নাহিদা আক্তার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাহিদা বলেন, ‘পার্থক্য যদি বোলিং বলি, একটু খারাপ হয়েছে। (আমরা) এর চেয়ে ভালো করতে পারি। ব্যাটিংয়ে ২-৩টা রানআউট হওয়াতে পিছিয়ে গিয়েছিলাম। (এমনটা) হতেই পারে, ক্রিকেটের পার্ট। ভালো হবে, খারাপ হবে। মাঝে ওরা সেট হয়ে গিয়েছিল, জুটি হয়ে গিয়েছিল, সেটা আগে ভাঙতে পারলে চিত্রটা আলাদা হতো।’

ঘাটতি দূর করে সামনে ভালো করার আশ্বাস দিয়েছেন নাহিদা, ‘জ্যোতি আপু ও সোবহানা (মোস্তারি) ভালো জুটি গড়ছিল। রানআউট হয়ে যাওয়াতে পিছিয়ে পড়েছি। ঘাটতি নিয়ে আলোচনা করব, কাজ করব। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে (চেষ্টা করব)।’

নাহিদা আরও বলেন, ‘(অস্ট্রেলিয়ার) অভিজ্ঞতা তো অবশ্যই আছে। ওই সময় বোলিং এলোমেলো করছিলাম। এ কারণে সহজে খেলতে পারছিল। অতি আত্মবিশ্বাসী হইনি। অবশ্যই তারা অভিজ্ঞ বলেই খেলতে পেরেছে। এটা মনে হয়নি কখনোই মানসিক দিক দিয়ে পিছিয়ে আছি।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে অজি মেয়েরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২৪ মার্চ।