বিপিএল, যুব বিশ্বকাপের মাঝে শুরু হচ্ছে নারী দলেরও ক্রিকেট ব্যস্ততা। পাকিস্তান, শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে নিয়ে আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। নারীদের ত্রিদেশীয় এ সিরিজ সামনে রেখে গতকাল ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি।
আসন্ন সিরিজে স্বাগতিকদের নেতৃত্বে থাকছেন সুমাইয়া আক্তার। উদ্বোধনী দিনেই শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোঁয়া, আফিয়া আশিমা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি, হাবিবা ইসলাম পিনকি, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার, আনিশা আক্তার সোবা।