ঢাকাMonday , 14 April 2025
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

আইরিশদের বিপক্ষ রোমাঞ্চকর জয় বাংলাদেশের

parag arman
April 14, 2025 12:18 am
Link Copied!

প্রতিদ্বন্দ্বিতা ছিল, রোমাঞ্চ ছিল, উইকেট বিলিয়ে দেবার প্রবণতা কিংবা ব্যাটারদের আত্মহত্যার ইচ্ছেও দেখা গেল। কিন্তু তবু আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ। আইরিশ নারীদের ৮ উইেকেট করা ২৩৫ রান টপকে ৮ উইকেটে ২৪০ রান তুলে জয় পায় জ্যোতিরা ৮ বল হাতে রেখেই।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানের পুঁজি দাঁড় করায় আয়ারল্যান্ড। দলের হয়ে একমাত্র ফিফটি করেন লরা ডিলানি। ৭৫ বলে তার সংগ্রহ ৬৩ রান। বাকিদের মধ্যে ওর্লা প্রেন্ডারগাস্ট ৬৪ বলে ৪১ আর ৩৮ বলে ৩৩ রান করেন আমি হান্টার।

বাংলাদেশের হয়ে ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খান। ৫০ রানে ২ উইকেট নেন ফাহিমা খাতুন। আর ৪২ রানের খরচায় ১ টি উইকেট শিকার করেন জান্নাতুল ফেরদৌস।

জবাবে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। দলের ২ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার ইশমা তানজিম এবং ফারজানা হক। এরপর শারমিন আক্তারের সাথে ৭৪ বলে ৫২ রানের ভালো একটি জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ৪৫ বলে ২৪ রান করে বিদায় নেন।

নিগার সুলতানা দলকে জয়ের পথেই রাখেন। ফিফটি ছুঁয়ে, ৬৮ বলে ৫১ রান করে আউট হন টাইগ্রেস অধিনায়ক। শেষ দিকে এক প্রান্ত ধরে খেলেন রিতু মনি। আরেক প্রান্তে তেমন কেউ সুবিধা করতে পারছিলেন না। তবে রিতুর দৃঢ়তায় ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। শেষমেশ ফিফটি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রিতু মনি। ৬১ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন ম্যাচ সেরা রিতু মনি। নাহিদা আক্তার টিকে ছিলেন ১৭ বলে ১৮ রান করে। তারা ৩৪ বলে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৮ বল হাতে রেখে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ নারী দল।

আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আরনেলে কেলি এবং ওর্লা প্রেন্ডারগ্রাস্ট। এই জয়ে বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। পরের ম্যাচ মঙ্গলবার মুখোমুখি হবে স্কটল্যান্ডের।