ঢাকাFriday , 3 October 2025
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

জয় দিয়ে শুরু বাংলাদেশের

parag arman
October 3, 2025 12:51 am
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ।প্রথমে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে থামিয়ে দেন টাইগ্রেসরা। তারপর বোলারদের গড়ে দেয়া শক্ত ভিতে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন ব্যাটাররাও। বিশেষ করে রুবাইয়া হায়দার ঝিলিক। তার দুর্দান্ত ফিফটিতে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে জয় পায় বাংলাদেশ। অন্তত: দুটি জয়ের লক্ষ্যে বিশ্বকাপ খেলতে যাওয়া সারোয়ার ইমরানের দলটি নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো। এর আগে, ২০২২ সালে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশ একমাত্র জয়টি পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। সেই পাকিস্তানকে পরের বিশ্বকাপে আবার হারালেন নিগার, নাহিদারা। সব মিলিয়ে বিশ্বকাপে এটি বাংলাদেশের নারীদের দ্বিতীয় জয়।

কলম্বোয়, ম্যাচের প্রথম ওভারে চমৎকার দুটি ডেলিভারিতে পরপর দুই উইকেট নিয়ে জয়ের সুর বেঁধে দেন মারুফা আক্তার। পরে দারুণ বোলিং করেন অন্যরাও। ফিল্ডিংও হয় বেশ ভালো। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান কোনোমতে করতে পারে ১২৯।

বাংলাদেশের হয়ে ছয় জন হাত ঘুরিয়ে অন্তত একটি উইকেট পান সবাই। ৩.৩ ওভারে ৩ মেডেনে ৫ রানে পাকিস্তানের শেষ ৩ উইকেট নিয়ে সফলতম বোলার লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান পেসার মারুফা। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও নেন ২টি উইকেট, ১৯ রান দিয়ে।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন রামিন শামিম। জবাবে ৩১ ওভার এক বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দেখে-শুনে খেলার চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি ফারজানা হক। ১৭ বল খেলে ২ রান করেছেন তিনি। তার বিদায়ে ৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে ব্যর্থ শারমিন আক্তার। তার ব্যাট থেকে এসেছে ১০ রান।

৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ককে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন ঝিলিক। ২৩ রান করে জ্যোতি বিদায় নিলে ভাঙে সেই জুটি।

বাকি কাজটা সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে সহজেই সেরেছেন ঝিলিক। দারুণ ব্যাটিংয়ে ওয়ানডে অভিষেকেই করেছেন ফিফটি। সেটাও আবার বিশ্বকাপের বড় মঞ্চে। ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করেন তিনি। এ ছাড়া ১৯ বলে অপরাজিত ২৪ রান এসেছে মুস্তারির ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯ (মুনিবা ১৭, ওমাইমা ০, সিদরা আমিন ০, রামিন ২৩, রিয়াজ ১৩, সিদরা নাওয়াজ ১৫, ফাতিমা ২২, নাতালিয়া ৯, ডায়ানা ১৬*, নাশরা ১, সাদিয়া ৪; মারুফা ৭-০-৩১-২, নিশিতা ৬-০-২৮-১, নাহিদা ৮-১-১৯-২, ফাহিমা ৭-১-৩২-১, রাবেয়া ৭-২-১৩-১, স্বর্ণা ৩.৩-৩-৫-৩)

বাংলাদেশ: ৩১.১ ওভারে ১৩১/৩ (ফারজানা ২, রুবাইয়া ৫৪*, শারমিন ১০, নিগার ২৩, সোবহানা ২৪*; ফাতিমা ৮-১-৩০-১, ডায়ানা ৮-৩-১৪-১, সাদিয়া ৬-০-২১-০, রামিন ৫-০-২৫-১, নাশরা ৩.১-১-২৭-০, ওমাইমা ১-০-৯-০)

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী