ঢাকাThursday , 10 April 2025
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

থাইল্যান্ডের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ

parag arman
April 10, 2025 12:35 am
Link Copied!

বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। পাকিস্তানের লাহোরে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দল ৩৮ রানে হারিয়ে জয় দিয়ে শুরু করে। আর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে পরাজিত করে স্কটল্যান্ড। আজ সকাল সাড়ে ১০টায় লাহোরে শুরু হবে বাংরাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার খেলাটি । দুর্বল থাইদের সাথে লড়াইয়ের আগে ভালোভাবে প্রস্তুতি নিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। দুটি প্রস্তুতি ম্যাচের দুটিই জিতে আত্মবিশ্বাসে টুইটম্বুর বাংলাদেশ।

বাছাই পর্বে বাংলাদেশের মূল দুই প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যায় জ্যোতিদের। এছাড়া আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডও চ্যালেঞ্জ জানাতে পারে। এমনকি বাছাইয়ের অন্য দল থাইল্যান্ডও অঘটন ঘটিয়ে দিতে পারে।

যদিও দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। এক ভিডিও বার্তায় দলের স্পিনার নাহিদা আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসার পর দুটো অনুশীলন ম্যাচ খেলেছি। যেখানে বোলার ও ব্যাটাররা খুব ভালো পারফরম্যান্স করেছে। কাল (বৃহস্পতিবার) থেকে আমাদের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ শুরু হচ্ছে। আশা করছি থাইল্যান্ডের বিপক্ষে ভালো একটা শুরু পাবো।’

আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়েই এগোচ্ছে নিগাররা। নাহিদা বললেন, ‘আমাদের ফোকাস ম্যাচ বাই ম্যাচ ভালো করা। এখানে উইকেটটা বোলারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। আমাদের বোলারদের এই চ্যালেঞ্জ নেওয়ার মতো সামর্থ্য রয়েছে। আমরা আশা করি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ যেতে পারি।’

বাছাই পর্ব বাংলাদেশের জন্য মোটেও সহজ নয়। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের মেয়েরা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, ১৩ এপ্রিল। একই মাঠে ১৫ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে তারা নিজেদের সর্বশেষ দুটি ম্যাচ খেলবে।

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মতো দুটি কঠিন দলের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশের মেয়েদের। থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করার পর পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজকের মধ্যে যে কোনও একটি দলকে হারাতে পারলেই ভারতের টিকিট কাটতে পারবে তারা। বাছাইপর্বের ৬ দলের মধ্য ২টি দল পাবে চূড়ান্ত পর্বের খেলার টিকিট।